Home / Breaking News / রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলায় গ্রেপ্তার তৃণমূলের ৪ জন ও বিজেপির ২ জন

রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলায় গ্রেপ্তার তৃণমূলের ৪ জন ও বিজেপির ২ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার দুপুরে ঝাড়গ্রামের জামদায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় পুলিশ সুয়োমুটো মামলায় গ্রেপ্তার তৃণমূলের ৪ জন ও বিজেপির ২ জন। ঝাড়গ্রাম থানার এক সাব-ইন্সপেক্টর ঝাড়গ্রাম থানার আইসির কাছে একটি কেস রুজু করে। যার নম্বর হল ৬৪/২১, তারিখ ২৮/০৩/২১। ওই মামলায় পুলিশ সরকারি কর্মীকে বাধা দেওয়া, অনৈতিক ভাবে অসৎ উদ্দেশে জড়ো হওয়া, খুনের চেষ্টা, নাইন এমপিও অ্যাক্ট, এইটটিন হাইওয়ে অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে। এই ঘটনায় পুলিশ মোট ৬ জনকে গ্রেপ্তার করে ঝাড়গ্রামের সিজেএম আদালতে সোমবার হাজির করে। ধৃতেরা হলেন, সাবির আলি, শুভম বিশ্বাস, রাজা খন্দক, বিজয় বারিক, সুশান্ত দে, সুকান্ত দে। এদের মধ্যে শুভম বিশ্বাস ও সুকান্ত দে বিজেপির কর্মী-সমর্থক। বাকিরা তৃণমূলের কর্মী-সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। সোমবার ঝাড়গ্রামের সিজেএম বিচারক এডুইন লেপচার এজলাসে তোলা হলে বিচারক অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেন। পাশাপাশি মামলার তদন্তকারী অফিসারকে ৮ এপ্রিল আদালতে কেস ডায়রি তলব করার নির্দেশও দিয়েছেন বিচারক।

এক ঝলকে

যত পুলিশি অত্যাচার,মিথ্যা মামলা হবে,ভোটের দিন জঙ্গলমহলের মানুষ সুদে আসলে তুলবে : শুভেন্দু

অরূপ কুমার মাজী, জেএনএফ, ঝাড়গ্রাম : গত ২৬ শে এপ্রিল দলের প্রার্থীর সমর্থনে ঝাড়গ্রামের একটি …